শুক্রবার কালনার লায়ন্স ক্লাবে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্যভাবে পালিত হলো শিক্ষক দিবস। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সামাজিক কর্মী ও শিক্ষক-শিক্ষিকা। বিশেষ আকর্ষণ ছিল ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু সায়নী দাসের বাবা রাধেশ্যাম দাসকে সংবর্ধনা প্রদান। বক্তারা শিক্ষার গুরুত্ব ও শিক্ষকদের ভূমিকা তুলে ধরে জানান, শিক্ষা সমাজ গঠনের প্রধান ভিত্তি। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।