বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের ক্ষেত্রঘসি আদিবাসী পাড়ায় আয়োজন করা হলো করম পূজোর। আজ সন্ধ্যা থেকেই বীরভূমের ক্ষেত্রঘষি আদিবাসী পাড়ায় প্যান্ডেল খাটিয়ে সেখানে এক পূজার মন্ডপ তৈরি করেন এলাকার আদিবাসী মানুষজন আর সেখানে আজ গ্রামের আদিবাসী মহিলারা তাদের পূজা মন্ডপে এসে জমায়েত হয়ে করম পূজোর আয়োজন করলেন। এদিন ভক্তি শ্রদ্ধার সাথে পালন করা হলো করম পূজো। বুধবার রাতে সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায়।