শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক ডিসিপির সাত দিনের আশ্বাসের পর তিন দিন ধরে চলা ম্যাক্সি ক্যাব সিটি অটো চালকদের আন্দোলন শেষ হয়েছে। ইউনিয়নের তরফে ঘোষণা করা হয়েছে, সোমবার থেকে সাধারণ মানুষের জন্য শহরে ফের শুরু হবে ম্যাক্সি ক্যাব পরিষেবা।রবিবার ট্রাফিক ডিসিপির সঙ্গে বৈঠকের পর দার্জিলিং জেলা সিটি আটো ড্রাইভারস এন্ড অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আন্দোলন তুলে দেবওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।