হাইলাকান্দি জেলার গ্রামীণ জীবিকা মিশনের ২৫৮ জন কমিউনিটি ক্যাডার স্কুটি পাচ্ছেন। শনিবার গুয়াহাটির খানাপাড়ার ভেটেনারি কলেজ ফিল্ডে আনুষ্ঠানিকভাবে এই স্কুটিগুলি প্রদান করা হবে। এই স্কুটি আনতে শুক্রবার হাইলাকান্দি জেলার ২১৮ জন কমিউনিটি ক্যাডার মোট সাতটি বাসে করে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রশাসনের উদ্যোগে এই বাসগুলির যাত্রা পতাকা নেড়ে শুরু করেন জেলা পরিষদের সিইও রুথ লিয়েঙথাঙ।