This browser does not support the video element.
রাজগঞ্জ: খেরকাটা থেকে গাঠিয়া চাবাগানে পিক আপ ভ্যানে করে যেতে গিয়ে গাড়ি উলটে গিয়ে মৃত্যু তিনজনের,আহত ২৫ জন
Rajganj, Jalpaiguri | Aug 25, 2025
খেরকাটা থেকে গাঠিয়া চাবাগানে পিক আপ ভ্যানে করে যেতে আপার গাঠিয়া তে গাড়ি উলটে গিয়ে মৃত্যু তিনজনের। আহত আহত ২৫ জন। এদিন দুপুর বারোটা নাগাদ পর্যন্ত ১৫জনকে রেফার করা হয়েছে। সকলকেই উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রেফার করা হয় মাল সুপারস্পেশালিটি হাসপাতালে। বাকিদের চিকিৎসা চলছে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে। হাসপাতালে পৌঁছে গিয়েছে নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনার, আইসি কৌশিক কর্মকার, পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর।