আরো একজনের শরীরে ম্যালেরিয়ার জীবাণু ধরা পড়লো পুরুলিয়া দু নম্বর ব্লক এলাকায় । ওই যুবকের বাড়ি স্থানীয় ছররা গ্রামে । কুস্তাউর গ্রামীণ হাসপাতালে জ্বরের চিকিৎসা করাতে এসে রক্ত পরীক্ষায় তার ম্যালেরিয়া পজিটিভ রিপোর্ট ধরা পড়ে । তারপরই তাকে কুস্তাউর গ্রামীণ হাসপাতালে ভর্তি রেখে বিশেষ পর্যবেক্ষণের মধ্যে চিকিৎসা চলছে ।