মানকর কলেজে মেডিটেশন শিবিরের আয়োজন করা হয় শুক্রবার দুপুর দুটোয়।পূর্ব বর্ধমান জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মানকর কলেজ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও সমান সুনাম রয়েছে এই কলেজে। শিক্ষার্থীদের মনোসংযোগ ধরে রাখা ও মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখতে সম্প্রতি কলেজে অনুষ্ঠিত হলো একটি বিশেষ মেডিটেশন ক্যাম্প। আধুনিক জীবনের চাপ, উদ্বেগ ও মানসিক অস্থিরতা থেকে মুক্তি দিতে এবং পড়ুয়াদের মানসিক প্রশান্তি নিশ্চিত করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ।