বৃহস্পতিবার চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমান ফার্মেন্টভ ওয়াশ বাজেয়াপ্ত করলো পুলিশ।এদিন আরামবাগ SDPO ও গোঘাট থানার OC সহ আবগারী বিভাগের যৌথ উদ্যোগে গোঘাটের মথুরা ও দামোদরপুর গ্ৰামে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪৭০ ফার্মেন্টভ ওয়াশ এবং ৫৫ লিটার চোলাই বাজেয়াপ্ত করে।পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সূত্রে খবর পেয়ে গোঘাটের এই দুই জায়গায় অভিযান চালিয়ে সাফল্য এসেছে।