১১৩ বছর বয়সে দাঁত গজিয়েছে দাদুর। ঘটা করে অন্নপ্রাশনের আয়োজন করে বৃদ্ধের মুখে ভাতের আয়োজন বৃদ্ধের নাতি-নাতনি দের। গতকাল অর্থাৎ শুক্রবার থেকে শনিবার বিকেল পর্যন্ত দু'দিন ধরে চললো অন্নপ্রাশনের প্রীতিভোজনের আয়োজন। নজিরবিহীন এই ঘটনার স্বাক্ষী থাকলো হলদিবাড়ি ব্লকের দক্ষিন বড়ো গ্রামপঞ্চায়েতের ফিরিঙ্গির ডাঙ্গা এলাকায়। পরিবারের সদস্যদের দাবি বৃদ্ধ নৃপেন্দ্র নাথ বর্মনের বয়স ১১৩ বছর। এই বয়সে এসে নতুন করে তিনটি দাঁত গজিয়েছে বৃদ্ধের।