বুধবার দুপুর ২টোর সময় থেকে, মিশর স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে, বেতাই দক্ষিণ জিৎ পুর কলোনি মিশর স্মৃতি সংঘ ক্লাবের মাঠে, শুরু হলো আর দলীয় নকআউট দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা। আট দলীয় নকআউট দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা দুপুর দুটোর সময় থেকে শুরু হয়েছে চলবে রাত্রি ১১ টার সময় পর্যন্ত।