বৃহস্পতিবার একাধিক দাবি নিয়ে শ্রীভূমি জেলা কিষান কংগ্রেসের ধর্ণা কার্যসূচি শ্রীভূমিতে। এতে অবিলম্বে গান্ধাইমুখের নদী বাঁধ ভাঙ্গনের সংস্কার সাধন, অবিলম্বে গান্ধাইমুখ PWD রাস্তা থেকে দিঘলবাগ হয়ে লামাবাহাদুরপুর রাস্তা মেরামত সহ সংস্কারের সাধন সহ অন্যান্য দাবি নিয়ে জেলাশাসকের হাতে একটি স্মারকপত্র তুলে দেন তারা। এতে উপস্থিত ছিলেন জেলা কিষান কংগ্রেসের সভানেত্রী হাসিনা রহমান চৌধুরী সহ অন্যান্যরা।