কাটলিছড়ায় হাজী নিজাম উদ্দিন চৌধুরী ফুটবল টুর্নামেন্টের ফাইনেলে চ্যাম্পিয়ন হলো ধলাই এথলেটিক ক্লাব আজ শনিবার। এদিন,ইয়ং বয়েজ সাহাবাদ দলের মুখোমুখি হয়। জেলার কাটলিছড়া এলাকায় আয়োজিত এদিনের খেলায় উভয় দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ট্রাইবেকারে পাঁচ তিন গোলে জয়ী হয় ধলাই এথলেটিক ক্লাব। এতে বিকেল সাড়ে ছয়টা নাগাদ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিলো লক্ষ্যনীয়। এদিনের খেলায় পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী সহ বিশিষ্টরা।