এককথায় ‘অ্যামাজন’ বলা চলে। নদীঘেরা কেতুগ্রামের ছোট্ট গ্রাম বিধানপল্লী। গ্রামের দু’দিক ঘিরে রেখেছে ঘন জঙ্গল। আর মাঝ দিয়ে বয়ে গিয়েছে ঈশানি নদী। আর নদীর ধারে বাঁধা কাঠের ডিঙি নৌকাই এখানে একমাত্র যাতায়াতের ভরসা। সোমবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ সেই দৃশ্যই ধরা পড়ে আমাদের ক্যামেরায়। বর্ষাকালে গ্রামের চিত্রটা আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা ভরা মেঠো রাস্তা, ঝোপঝাড় আর সাপের আনাগোনার ভয়ে সাধারণ মানুষের বেরোনো দায়।