Mathurapur 2, South Twenty Four Parganas | Jun 7, 2025
সারা ভারতবর্ষে জুড়ে আজ পালিত হচ্ছে ইসলাম ধর্মাবলি মানুষদের খুশির ঈদ ইদুজ্জোহা মথুরাপুর দু'নম্বর ব্লকের মালিপাড়া জামে মসজিদ মাঠে এখানে অগণিত ধর্মপ্রাণ মানুষেরা উপস্থিত হয়েছেন যে যার প্রার্থনায় ও মনস্কামনা পূর্ণ করতে আর সেই ছবি উঠে এলো আজ অর্থাৎ শনিবার সকাল আটটা নাগাদ পাবলিক অ্যাপের ক্যামেরাতে। আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে।