বিজেপির E বিস্তারক কর্মসূচি সেয়াতি এলাকায়, উপস্থিত জেলা সভাপতি। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটা নাগাদ ঝালদা ১ নম্বর ব্লকের হেসাহাতু অঞ্চলের সেয়াতী পাহার এলাকায় বিজেপির E বিস্তারক কর্মসূচি আয়োজিত হয়। ২০২৬ বিধানসভা নির্বাচনের পূর্বে এই কর্মসূচি খুব তাড়াতাড়ি সমস্ত বুথে সম্পন্ন করার বিষয়ে জোর দিয়েছে জেলা বিজেপি। এদিন উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি শংকর মাহাতো, বিজেপি নেতা নিবারণ মাহাতো, জিতেন মাহাতো সহ অন্যান্যরা।