দূর্গা পূজার প্রাক্কালে চুরির ঘটনা ঘটলো আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের যশোডাঙ্গা বাজার এলাকায় এমনটাই জানা গেছে যশোডাঙ্গা বাজারে গিয়ে মঙ্গলবার বেলা দশটা নাগাদ। বাজারের ব্যবসায়ী রবীন ঠাকুরের সেলুনের পেছনের টিনের বেড়া কেটে দুষ্কৃতীরা দোকানে ঢুকে দোকান থেকে তার চারটি মেশিন সহ একটি বালতি নিয়ে যায়। দোকানের ভিতর ছড়িয়ে ছিটিয়ে থাকে কাঁটা চুল। সম্ভবত বালতিতে করে চুল কাটার মেশিন গুলো ঢুকিয়ে কাটা চুল উপরে দিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়।