ভিন রাজ্যে থেকে মুর্শিদাবাদের সুতিতে হেরোইন পাচার করার আগে পুলিশের জালে ৩ পাচারকারী। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৫৭০ গ্রাম হিরোইন। যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। ধৃতদের তিনজন মণিপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শনিবার রাত্রে সুজনীপাড়া রেল স্টেশন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফ ও সুতি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। তাদের কাছে তল্লাশি চালাতেই ব্যাগ থেকে উদ্ধার হয় ৫৭০ গ্রাম হেরোইন।