বিশালগড় থানাধীন গজারিয়া এলাকায় অনিল দাস এবং বিশ্বাম্বর দাসের বাড়িতে পাঁচবার অগ্নিসংযোগ ঘটে। পরবর্তী সময়ে এই অগ্নিসংযোগের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে জানানো হয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনার স্থলে ছুটে এসে উক্ত ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন এলাকার উপপ্রধান সন্ধ্যা রানী দাস সহ এলাকাবাসী বিশ্বাম্বর দাস।