পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার ফুলবেড়িয়া গ্রামের প্রাথমিক শিক্ষক গোকুলচন্দ্র মুড়ার নাবালিকা মেয়ে নিখোঁজ হয় গত চার বছর আগে সেই সময় গোকুলবাবু থানায় পাড়ার এক যুবক নন্দ মুড়ার নামে অপহরণের অভিযোগ দয়া করে অভিযোগের ভিত্তিতে পুলিশ নাবালিকা মেয়েকে অন্তঃসত্ত্বা অবস্থায় উদ্ধার করে |যদিও শিক্ষক পরে ওই কেস তুলে নেন কিন্তু আজ সকালে ওই শিক্ষক যখন স্কুলে যাচ্ছিলেন হঠাৎ এই কাটারি নিয়ে আক্রমণ করে যুবক।স্থানীয়রা উদ্ধার করে শিক্ষককে হসপিটালে নিয়ে যাওয়া