বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল বিষয়ে সাব্রুম মহকুমা শাসক অফিসে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।১ লা আগষ্ট বিকাল ৪ ঘটিকায় এই সভা অনুষ্ঠিত হয়।জানা যায় বিধায়ক জীতেন্দ্র চৌধুরী নিজ বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলে কি কি কাজ করেছেন, এই সমস্ত প্রকল্পগুলি বর্তমানে কি অবস্থায় আছে তা দেখতে আজকের এই পর্যালোচনা সভা।লুধুয়া, সাব্রুম ভেতর বাজার,গাংফিরা,চাতকছড়ি,বৈষ্ণবপুর, রতনমনি এলাকায় বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়