সত্যি ঘটনাই জড়িত থাকলে শিক্ষকের শাস্তির দাবি, রামপুরহাটের ঘটনায় মল্লারপুরে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রথীন সেন। প্রসঙ্গত গত দুদিন আগেই বীরভূম রামপুরহাটের বারমেশিয়া গ্রামে এক নাবালিকা ছাত্রীর বস্তাবন্দি টুকরো টুকরো পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত হয়েছিল পুরো এলাকা। পুলিশ সূত্রের খবর অভিযুক্ত শিক্ষকের স্বীকারোক্তি অনুযায়ী সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে একটি ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে তিনটি বস্তায় ভরে একটি জলাশয়ে ফেলে ।