দুবরাজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ অনুষ্ঠিত হল রাজ্য সরকারের “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরপ্রধান পীযূষ পান্ডে, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বরূপ আচার্য, ওয়ার্ড সভাপতি গোপিনাথ নায়ক, প্রাক্তন কাউন্সিলর বিপ্লব মাহাতা, সমাজসেবী গুরুপদ দাস সহ ওয়ার্ডের সমস্ত তৃণমূল কর্মীরা। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা সরাসরি শোনা ও তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়।