সারা আসাম ছাত্র সংস্থা আসুর আহবানে আজ বৃহস্পতিবার হাইলাকান্দিতে শহীদ বেদীর সম্মুখে রাজ্যের অন্যান্য স্থানের সাথে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলাতে ও ১১ ঘন্টার " অনশন "কার্য্যসূচী অনুষ্ঠিত হয় । এ কর্মসূচিতে শ্লোগান তুলেন আয়োজক কমিটির কার্য্যকর্তারা। তারা প্লেকার্ড হাতে নিয়ে অসম থেকে বাংলাদেশী বিতাড়ন করতে হবে,ভারত বাংলা সীল করতে হবে শ্লোগান তুলেন। আর অসম চুক্তির ছয় নম্বর দফা পালন করতে হবে শ্লোগান তুলেন