ফের ভুটান সীমান্ত জয়গাঁ এলাকায় প্রচুর নেশা টেবলেট সহ এক ব্যাক্তিকে গ্ৰেফতার করল জয়গাঁ থানার পুলিশ। পুলিশ আধিকারিক জানান, গোপন সুত্রে খবরের ভিত্তিতে এদিন বিকেলে জয়গাঁ জিএসটি এলাকায় জয়গাঁ গামী একটি বেসরকারি বাস আটক করে। সেই বাসে তল্লাশি চালিয়ে এক ব্যাক্তিকে গ্ৰেফতার করে তার কাছে থাকা ব্যাগ থেকে প্রচুর নেশা টেবলেট উদ্ধার হয়।