প্রেমের সম্পর্ক মানতে নারাজ পরিবার। ফলে প্রেমিকের সঙ্গেও চলছিল সম্পর্কে টানাপোড়েন। শনিবার শোবার ঘর থেকে উদ্ধার কিশোরীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে ইটাহারের মুকুন্দপুর গ্রামে। মৃতের নাম শেফালী ঘোষ(১৬)। মেয়ের মৃত্যুতে শোকে পাথর তার পরিজনেরা। দুপুরে টিউশন পড়ে বাড়ি আসে কিশোরী। এরপর মাঠের করে বাড়ি ফিরে শোবার ঘরে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পায় কিশোরীর বাবা মা। দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহারের পুলিস।