গণেশ পূজোতে মেতে উঠেছেন নলহাটি বাসি। নলহাটি ব্যাচেলার্স ক্লাবে গনেশ পূজা উপলক্ষে আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠানের। নলহাটির ব্যাচেলার্স ক্লাব সহ অন্যান্য মন্ডপে গণেশ পুজো কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মহাসমারোহে আয়োজন করা হয়েছে গণপতি উৎসব পালনের। গতকাল ছিল গণেশ চতুর্থী গতকাল থেকেই নলহাটির মন্ডপে মন্ডপে শুরু হয়েছে মহাসমারোহে গণেশ পুজো সমস্ত রীতি আচার আচরণ মেনে।আজ নলহাটি ব্যাচেলার্স ক্লাবে সন্ধ্যে থেকে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।