রবিবার আনুমানিক রাত্রি নটা থেকে রাত্রি দশটা সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার বড়জোড়ায় মানাচর এলাকায় মানাচর অঞল তৃণমূলকংগ্রেসের তরফে S.I.R.এর বিরুদ্ধে এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল বড়জোড়ায় মানাচর এলাকায় পল্লীশ্রী কলোনি কালী মন্দির প্রাঙ্গন ময়দানে । উপস্থিত বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি সহ মানাচর অঞল তৃণমূলকংগ্রেসের সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।