আরামবাগে গ্রেপ্তার রাইস মিলে চুরির গ্যাং এর 5 জন,উদ্ধার চুরি যাওয়া জিনিসপত্র ও চুরির কাজে ব্যবহৃত অস্ত্র।জানা যায়,বুধবার গভীর রাতে সন্দেহজনক মাল বোঝাই একটি ইঞ্জিন ভ্যান আটক করে তল্লাশী করে তারা চুরির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে।ভ্যান চলোককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সে আরামবাগের ষষ্ঠীপুরের একটি রাইস মিলে যাচ্ছিলো।এর পরেই বৃহস্পতিবার ওই এলাকায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ।10 দিনের হেফাজত চেয়ে তাঁদের আদালতে পাঠাই পুলিশ।