সাঁওতালডি থানার অন্তর্গত ডুমুরডিহা গ্রামে বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতনে শুক্রবার বেলা ১১ টা নাগাদ পালিত হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬ তম জন্মজয়ন্তী। এদিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবন ও কর্ম তুলে ধরা হয়, বিশেষত আধুনিক শিক্ষা ও নারী শিক্ষায় তাঁর অসামান্য অবদানের কথা আলোচিত হয়। ছাত্র-ছাত্রীরা জীবনী পাঠ ও কবিতা আবৃত্তি করে। বিদ্যালয়ের প্রধান