মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মালদার হবিবপুর ব্লকের জাজইল গ্রাম পঞ্চায়েতের রামপুর খাঁড়িতে বক্স কালভার্ট নির্মাণ কাজের শিলান্যাস হয়ে গেল বুধবার বেলা ৩টা নাগাদ। মালদা জেলাপরিষদ থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দে কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ অন্যান্য আধিকারিকরা জাজইল গ্রাম পঞ্চায়েতের রামপুর খাঁড়িতে কালভার্ট নির্মাণের দাবী ছিল দীর্ঘদিনের। সেই দাবী পূরণে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।