পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের হরিডি গ্রামের অদূরে হরিডি নবকুঞ্জ মাঠে ও রঘুনাথপুর শহরের ৭নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া এলাকার শিবমন্দিরে বিধায়ক তহবিলের আর্থিক সাহায্যে সৌর উচ্চ আলোক স্তম্ভের উদ্বোধন করলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি। বিধায়ক বিবেকানন্দ বাউরি জানান,এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরে অসুবিধার কথা জানতে পেরেই এদিন দুটি সৌর উচ্চ আলোক স্তম্ভের উদ্বোধন করা হয় মহা পঞ্চমীর শুভক্ষণে।