টোটো চুরির অভিযোগে দুই যুবক কে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিস। বুধবার দুপুরে দু'জনকে জেলা আদালতে হাজির করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হল বিকাশ দাস (২৫), রাজেশ বিন (২০),বাড়ি রায়গঞ্জের কালীতলা হাইরোড ও শিল্পী নগর এলাকায়। এদের বিরুদ্ধে অভিযোগ মঙ্গলবার মোহনবাটী এলাকা থেকে সুদীপ কুমার পাল নামে এক টোটো চালক ব্যক্তির টোটো চুরি করে পালায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর টোটো না পেয়ে ঐ ব্যক্তি রায়গঞ্জ থানার দ্বারস্থ হন।