জলপাইগুড়িতে মাদকের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশের জলপাইগুড়ি, বৃহস্পতিবার: বুধবার গভীর রাতে জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের ভাটিয়া বিল্ডিং থেকে শুরু হয় পুলিশের বিশেষ অভিযান। এরপর একে একে অন্তত পাঁচটি মাদকের আড্ডায় হানা দিয়ে ভেঙে দেয় একাধিক ঠেক। ড্রাগ মাফিয়াদের বাড়ি ও দোকানে তল্লাশি চালানো হয়। পুলিশকে দেখেই বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী এলাকা অন্ধকার করে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাতেও অভিযান থেমে থাকেনি।