রাজারহাট পঞ্চায়েত সমিতির সহ সভাপতির নাম রয়েছে SSC র প্রকাশিত দাগিদের তালিকায় যা নিয়ে গোসাবা থেকে তৃণমূলকে কটাক্ষ করলেন জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সঞ্জয় নায়েক রবিবার রাত ১১টায়। রাজারহাট পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুজাতা মন্ডলের স্বামী পরিমল মন্ডল। যিনি আবার রাজারহাট পঞ্চায়েত সমিতির ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা বর্তমানে তৃণমূল নেতা। SSC র যে দাগীদের তালিকা প্রকাশ করেছে। তাতে ৯৮৮নং নাম রয়েছে পরিমল মন্ডলের ।