আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার সারাদিনব্যাপী কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে কাঁকসা ব্লক জুড়ে পথ নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। এর পাশাপাশি এদিন ৬০টি হেলমেট বিতরণ করা হয়।কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি জানিয়েছেন, এদিন কাঁকসার মলানদিঘি, বামুনারা, শিবপুর আন্ডার পাস,কাঁকসার ইলামবাজার আন্ডারপাশে যে সমস্ত মানুষের মাথায় হেলমেট ছিল না, তাদের মাথায় হেলমেট পরিয়ে তাদের সচেতন করা হয়।