হরিরামপুর বিধানসভার অন্তর্গত বংশীহারী ব্লকের মহামারী গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল ৪৬টি পরিবার। রবিবার বিকেল সাড়ে পাঁচটায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা।এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী বিপ্লব মিত্র।