Barasat 1, North Twenty Four Parganas | Aug 22, 2025
শ্রীশ্রী বাবা বাসুদেব এর আজ একই দিনে জন্ম দিবস পাশাপাশি তিরোধান দিবস, এবং সেই উপলক্ষেই উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর বাবা ঠাকুর তলা পঞ্চানন বাবার মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়, প্রথমত মন্দিরে পূজপাঠ এবং তারপর পরবর্তীতে মন্দির প্রাঙ্গণে বসিয়ে প্রায় ১৫০০ মানুষের জন্য অন্য ভোগের আয়োজন, বাসুদেব বাবার জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে ব