সরকারের থেকে বাড়ি পাইনি, জরাজীর্ণ মাটির বাড়িতে ঝুঁকি নিয়েই বসবাস নোওয়াডী গ্ৰামে আদিবাসী সম্প্রদায় ভুক্ত এক পরিবারের। ঘটনাটি বাঘমুন্ডি ব্লকের তুন্তুড়ী সুইসা গ্রাম পঞ্চায়েতের নোওয়াডী গ্ৰামের। আদিবাসী সম্প্রদায় ভুক্ত রুদ্রপ্রতাপ সিং মুড়া মঙ্গলবার বিকাল ৫ টা নাগাদ জানান সরকারের থেকে কোন আবাস পাওয়া যায়নি। আর পাকা বাড়ি বানানোর সামর্থ্য এখন পর্যন্ত হয়ে ওঠেনি। তাই প্রাণের ঝুঁকি নিয়েই মাটির বাড়িতে বসবাস চলছে বলে জানান। বাড়িটির চতুর্দিক একেবারে জীর