পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ পূর্ব রেলওয়ে দীঘা হাওড়া রেল লাইনে নন্দকুমারের ফতেপুর রেল ক্রসিং এর কাছে দীঘা থেকে হাওড়া গামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় অষ্টমীর সকালে ঘটনাস্থলে মৃত্যু হয় অজ্ঞাত এক ব্যক্তির খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশের মৃতদে উদ্ধার করে তমলুক হসপিটালপাঠায় বলে সূত্র মারফত জানা গিয়েছে ওই মৃতদের ময়নাতদন্ত করা হলো হসপিটালে |