ব্যাংকের আধিকারিক পরিচয় দিয়ে ভাতার বাজারের এক ব্যক্তির একাউন্ট থেকে 10000 টাকা গায়েব, শুক্রবার বারোটা ত্রিশ মিনিটে ওই ব্যক্তি থানায় দারস্ত হলেন। ভাতার বাজারের বাসিন্দা শ্রীমান গোস্বামী তিনি জানান গতকাল এক ব্যক্তি আমাকে ভিডিও কল করেন পরিচয় দেন তিনি ব্যাংকের কর্মী এরপর কিছু তথ্য তিনি জানেন। পরে আমার অ্যাকাউন্ট থেকে দুই দফায় ১০০০০ টাকার মত কেটে নেয়া হয়। আমি তড়িঘড়ি ব্যাংকে গিয়ে বিষয়টা বলি। সঙ্গে সঙ্গে ব্লক করে দি আমার অ্যাকাউন্ট।