Basanti, South Twenty Four Parganas | Sep 25, 2025
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা দিনদয়াল উপধ্যায়ের জন্মদিন উপলক্ষে বাসন্তী ৩ নং মন্ডলের চড়াবিদ্যা অঞ্চলের ৪ নং শক্তিকেন্দ্রের ৩৪ নং বুথে উপস্থিত থেকে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে আজ দিনটি পালন করা হল। উপস্থিত ছিলেন সুমন সরদার সাধারণ সম্পাদক যুবমোর্চা জয়নগর সাংগঠনিক জেলা। উৎপল দত্ত জেলা সদস্য। সৌমিত্র সরদার বাসন্তী ৩ নং মন্ডলের সভাপতি। বৃহস্পতিবার ১০ টার সময় অনুষ্ঠান আয়োজিত হয় ।