নদীয়ার হরিণঘাটা থানার ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন 5/102 নম্বর ব্যাটেলিয়ানে, এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। জানা যায় মৃত মহিলা বীরভূম জেলার বরাতুরি গ্রামের বাসিন্দা বছর ২৯ এর সেবিনা বেগম। তিনি হরিণঘাটা 5/102 নম্বর ব্যাটেলিয়ানে এক বিএসএফ কর্মীর কোয়াটারে গৃহকর্মীর কাজ করতেন। জানা যায় ওই মহিলার মৃত্যু হয়েছে দুপুর বারোটা ত্রিশ নাগাদ. মৃত্যুর পর ওই মহিলাটিকে নিয়ে আসা হয়েছে, হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক বছ