গতকাল বর্ধমান এক নম্বর ব্লকের সরাইটিকর গ্রামে জল বের করার নিকাশি ব্যবস্থা নিয়ে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই খবর দেখানো হয়েছিল পাবলিক অ্যাপ এর ক্যামেরায়। অভিযোগ উঠে এসেছিল এলাকার প্রোমোটার লালুর বিরুদ্ধে। টানা দুদিন অতিরিক্ত বৃষ্টির ফলে গ্রামের অবস্থা খারাপ হয়ে পরে। জলের মধ্যে ডুবে ছিল বেশ কিছু পাড়া, সেই দেখেই প্রোমোটার লালুই নিজ উদ্যোগে এলাকার মানুষদের সঙ্গে নিয়ে নিকাশি ব্যবস্থার জন্য নিজের জায়গার মাটি কেটে নিকাশি ব্যবস্থা করল।