বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে ৪ টে পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আনাড়া আরপিএফ পোস্ট এর উদ্যোগে আনাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রামপুর ও আমলাতোড়া গ্রামবাসী দের বিভিন্ন সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়। রেল দুর্ঘটনা ও অ্যাক্সিডেন্ট এর প্রবণতা কমাতে আরপিএফ দের এমন উদ্যোগ। এদিন রামপুর ও আমলাতোড়া গ্রামবাসী দের বিশেষ বার্তা দেওয়া হয় যেমন রেললাইন পারাপার না হওয়া, গবাদি পশুদের রেল লাইনে চরানো এবং ঘোরাফেরা করতে বাধা দেওয়া, চলন্ত ট্রেনে পাথর না ছোড়া বা