আটক করা ভারতীয় কৃষক কে bsf এর হাতে তুলে দিল বিজিবি,কোচবিহারে জানালেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। উল্লেখ্য বৃহস্পতিবার কোচবিহার শীতলকুচির শালবাড়ি এলাকার কৃষক নাছির মিয়া কাঁটাতারের উপরে তার কিছু জমিতে চাষ করতে যায়। এবং সেখানে কিছু বাংলাদেশী গবাদি পশু বাংলাদেশের দিকে তারাতে গেলে বাংলাদেশেররা তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেয়। পরবর্তীতে মহেশমুড়ি বিওপির বিএসএফ ও পুলিশের প্রচেষ্টায় অবশেষে দিন সন্ধ্যায় বিজিবি বিএসএফের হাতে আটক ব্যক্তিকে তুলে দেন।