ধৃতের নাম রিপন মণ্ডল। গলসি থানার ভীমসারা গ্রামে তার বাড়ি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৪ সেপ্টেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩ বছর আগে বীরভূমের বোলপুর থানার গয়েসপুর শান্তিপল্লির বাসিন্দা আলম শেখের মেয়ে আলমার সঙ্গে রিপনের বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়িতে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।