মঙ্গলবার হুগলির চাপদানিতে খালের পাশে বস্তাবন্দী জিনিসের থেকে দুর্গন্ধ, কি বললেন পৌরপ্রধান সুরেশ মিশ্রা শুনে নিন? তিনি বলেন বিগত পাঁচ ছদিন ধরে বিশেষ করে পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড এলাকায় একটি দুর্গন্ধের ফলে নাজেহাল হতে হচ্ছিল সাধারণ মানুষের। খালের পাশে কয়েকটি বস্তার মধ্যে থেকেই এই দুর্গন্ধটি বেরোচ্ছিল বলে খোঁজ পাওয়া যায়। ব্লিচিং পাউডার ও ফিনাইল দিয়ে দুর্গন্ধ অনেকটাই কমেছে। যে বা যারা খালে নোংরা জিনিস ফেলছেন তারা এই কার্যকলাপ বন্ধ করুন।