নিখোঁজ থাকার পর গুজরাট থেকে উদ্ধার এক মহিলা করল আড়শা থানার পুলিশ। বুধবার তাঁকে নিয়ে আসা হয় । বৃহস্পতিবার জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁর গোপন জবানবন্দি গ্রহণ করেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আড়শা থানা এলাকার ওই গৃহবধূর নিখোঁজ হওয়ার পর পরিবারের তরফে থানায় ডায়েরি করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ গুজরাটে তাঁর অবস্থান সম্পর্কে তথ্য পায়। পরে একটি বিশেষ দল গিয়ে তাঁকে উদ্ধার করে।মেয়েটির বাপের বাড়ি আড়শা থানা এলাকায় এবং শ্বশুরবাড়ি টামনা থানা এলাকায়।