পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী -১ব্লকের সভাগৃহে ব্লকের সমস্ত SSK,MSKর সাহায়িকা ও সহ সহায়িকাদের নিয়ে আজ বিপর্যয় মোকাবেলা বিষয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। এই সচেতনতা শিবিরে প্রায় ৮০জন প্রতিনিধি অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন খেজুরী-১ব্লকের BDO,বিপর্যয় মোকাবেলা দপ্তরের জেলা আধিকারিক বিপর্যয় মোকাবেলা দপ্তরের জেলার রিসোর্স পার্সন,শিক্ষাশ্রী অর্ণব কুমার দাস। মূলতঃ বন্যা,সাইক্লোন,ভূমিকম্প,অগ্নিনির্বাপন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়