আজ রবিবার (৩১শে আগস্ট) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো আদিবাসী সমাজের ঐতিহ্যবাহী করম পরব উপলক্ষে বিশেষ অনুষ্ঠান “ঢহনে করম”। রঘুনাথপুর ব্লকের পাড়া অঞ্চলের বীরসা চক থেকে পাইঠরিঘাট পর্যন্ত দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। আদিবাসী কুড়মি সমাজের উদ্যোগে আয়োজিত এদিনের শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। ঢোল, মাদল, বাঁশি ও করমগানের তালে তালে নাচে-গানে মেতে ওঠেন সকলেই। শোভাযাত্রায়